আজ শেখ হাসিনার ৭২তম জন্মদিন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারন অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রে  এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।

তিন বারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের এইদিনে গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় জন্ম গ্রহন করেন। তার এবারের জন্মদিনটিকে অসহায়, গরীব ও দুঃখী মানুষের জন্য উৎসর্গ করা  হয়েছে। তার শৈশব কাটে টুঙ্গি পাড়ার পিত্রালয়ে। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের পর বাবা মায়ের সাথে তিনি ঢাকায় চলে আসেন। ১৯৬৭ সালে তিনি বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয় থেকে এইচ এস সি পাশ করেন। তিনি ওই কলেজের ছাত্রসংসদের ভিপি ছিলেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরমানু বিজ্ঞানী প্রয়াত ডঃ এম এ ওয়াজেদ মিয়া ছিলেন তার স্বামী। তার ছেলে জয় একজন কম্পিটার বিজ্ঞানী ও সারা বিশ্বে সমহিমায় উদ্ভাসিত। মেয়ে পুতুলও নিজ প্রতিভায় সারা বিশ্বে পরিচিত। শেখ হাসিনা একজন সফল প্রধানমন্ত্রী ও বিশ্ব নেতা হিসাবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত। তিনি তার কর্মের স্বীকৃতি স্বরূপ অগনিত আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.