সামনের চাকা ছাড়াই ইউএস বাংলার জরুরী অবতরন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আবারো দুর্ঘটনার কবলে ইউএস বাংলা বিমানের একটি আভ্যন্তরীন ফ্লাইট। দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না ইউএস বাংলাকে। নোজ গিয়ার না খোলায় সামনের চাকা ছাড়াই জরুরী অবতরন করতে হয়েছে ঢাকা থেকে কক্সবাজারগামী বোয়িং ৭৩৭-৮০০ বিমানটিকে। তবে কক্সবাজারে নয়, চট্রগ্রামে অবতরন করেছে বিমানটি।আজ সকাল ১১টায় ঢাকা থেকে ১৭১ জন যাত্রী নিয়ে ইউএস বাংলার বিমানটি কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে যায়। বিমানটি অবতরনের জন্য কক্সবাজারের আকাশে পাইলট প্রস্তুতি নিলে বিমানের নোজ গিয়ার খোলছিল না। ফলে বিমানটি কক্সবাজার বিমান বন্দরের ওপর কয়েক বার চক্কর দিয়ে চট্রগ্রাম বিমান বন্দরে চলে আসে। এখানে বিমানটি ১টা ১০মিনিটে সামনের চাকা ছাড়াই কোন রকম বিপদ না ঘটিয়ে অবতরন করতে সক্ষম হয়। বিমানের যাত্রীদের মধ্য ১১ জন শিশু ও ৭ জন ক্রু ছিল।