সাবেক প্রধান বিচারপতি সিনহার একাউন্টে অবৈধ লেনদেনের তদন্ত হচ্ছে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার একাউন্টে অবৈধ লেনদেনের তদন্ত চলছে। এই লক্ষ্যে আজ ফারমার্স ব্যাংকের সাবেক এমডিসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। ফারমার্স ব্যাংকের মাধ্যমে এস কে সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকা জমা দেওয়ার ঘটনার অনুসন্ধানে এদের জিজ্ঞাসাবাদ করা হয়।
আজ সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেন তাদের জিজ্ঞাসাবাদ করছেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। আজ দুদক যাদের জিজ্ঞাসাবাদ করেছেন তারা হলেন- বেসরকারি ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীম, ভাইস প্রেসিডেন্ট মো. লুতফুল হক, প্রথম ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী সালাউদ্দিন, সহকারী ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারী আহমেদ ও নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা সুলতানা।
এর আগে একই বিষয়ে গত মে মাসে মোঃ সাজাহান ও নিরঞ্জন সাহা নামে আরো দুইজনকে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক। এই দুই জন ফারমার্স ব্যাংক থেকে ৪ কোটি টাকা ঋন নিয়ে এসকে সিনহার একাউন্টে ট্রান্সফার করেছিল।