জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার আইনজীবীরা শুনানীতে অংশগ্রহন করেনি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলার শুনানীতে খালেদা জিয়ার আইনজীবীরা অংশ গ্রহন করেনি। আজ মামলাটির যুক্তিতর্কের দিন ধার্য ছিল। খালেদা জিয়ার আইনজীবীরা শুনানীতে অংশ গ্রহন না করায় মামলাটির যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়নি। এই পরিপেক্ষিতে দুদকের আইনজীবী মামলার রায়ের দিন ধার্য করতে বিচারককে বলেন। বিচারক আগামী ৩০শে সেপ্টেম্বর এই বিষয়ে আদেশ দিবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলাটির বিচার কাজ পুরাতন ঢাকার পুরাতন জেলখানার একটি বিশেষ আদালতে চলছে। গত ৪ঠা সেপ্টেম্বর সরকার এক প্রজ্ঞাপন জারি করে এই মামলার আদলত পরিবর্তন করে পুরাতন জেল খানার ভিতরে নিয়ে আসা হয়। এর অদুরেই একটি কামরায় জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে বেগম খালেদা জিয়া গত ফেব্রুয়ারী থেকে জেল খাটছেন।