হিমাচল প্রদেশে নিখোঁজ ইন্ডিয়ান আইআইটির ৩৫ ছাত্রকে উদ্ধার
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের হিমাচল প্রদেশে নিখোঁজ ইন্ডিয়ান আইআইটির ৩৫ ছাত্রকে উদ্ধার করেছে সেখানকার উদ্ধারকারী দল। গতকাল থেকে তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। এরা উত্তর খন্ডের রুরকি আইআইটি থেকে কয়েকদিন আগে হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলায় ট্রেকিংয়ে যায়। হাম্পা পাসে ট্রেকিংয়ের পর তাদের মানালি যাওয়ার কথা ছিল। গতকাল সোমবার থেকে তাদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেলে ধারনা করা হচ্ছিল তারা প্রবল তুষাড় ঝড়ের কবলে পড়ে নিখোঁজ রয়েছে।
হিমাচল প্রদেশের সরকারী উদ্ধারকারী দল নিখোঁজ ছাত্রদের সন্ধানে অভিযানে নামে। অবশেষে তারা নিখোঁজ ৩৫ ছাত্রকেই ঝড়ের কবল থেকে উদ্ধার করতে সক্ষম হয়। এই তুষাড় ঝড়ের সাথে প্রবল বৃষ্টিপাতও হচ্ছে। ইতিমধ্য পানিতে ডুবে অথবা বৃষ্টির পানিতে ৫ জনের ভেসে যেয়ে মৃত্যু হয়েছে। রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।