একজন মান্না ভাইয়ের স্বপ্ন
মতামত ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
অনেকের মত মান্না ভাইও দেশের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখেন। তা তিনি দেখতেই পারেন, এটা তার গনতান্ত্রিক অধিকার। দেশের যে কোন নাগরিক এই স্বপ্ন দেখতে পারেন, এটা দোষের কিছু না। তবে মান্না ভাইয়ের ক্ষমতায় যাওয়ার রাস্তাটা একটু আলাদা। অনেকটা গনি মিয়ার মত।
মান্না ভাই একবার জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে অংশ গ্রহন করেছিলেন। শুনেছি তিনি সেখানে নাকি জামানত হারিয়েছিলেন। কিন্তু তারপরও তিনি মনে করেন তিনি অনেক বড় নেতা, অনেক জনপ্রিয় তিনি। এমনটা তিনি মনেই করতেই পারেন। এটা তার গনতান্ত্রিক অধিকার ও মুক্তচিন্তার ফসল।
জামানত হারালে কি হবে, তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবার চিন্তা থেকে একটুও পিছপা হননি। অধম্য শক্তি নিয়ে চোরা পথে তিনি ক্ষমতায় যাবার রাস্তায় এগিয়ে চলেছেন। যে কোন ভাবেই হউক প্রধানমন্ত্রী তাকে হতেই হবে। তিনি তার প্রেসিডেন্ট হিসাবে ডঃ কামাল অথবা বি চৌধুরী একজনকে বেছে নিবেন। মান্না ভাই মনে করেন তিনি এ দেশের সবচেয়ে বুদ্ধিমান মানুষ। তার মত জনপ্রিয় মানুষ আর দ্বিতীয়টি নেই। এমন চিন্তা তিনি করতেই পারেন, এটা তার গনতান্ত্রিক অধিকার।
বিএনপির সকলকে তিনি বোকা মনে করেন। মনে করেন বিএনপি একটা গাদা। তাই এই গাদার পিঠে চড়ে তিনি এ দেশের প্রধানমন্ত্রী হবেন। আবার বিএনপিকে মান্না ভাই ক্ষমতায় যাবার সিরি হিসাবেও মনে করেন। বিএনপিকে মারিয়ে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবেন। এমনটা তিনি চাইতেই পারেন, কারন এটা তার গনতান্ত্রিক অধিকার। তবে বিএনপি হয়ত তাকে জোকারই মনে করে।
মান্না ভাই জানেন ভোটের রাজনীতিতে তার অবস্থান একজন মেম্বারের সমতুল্য। নিজের দল নাগরিক ঐক্যের সারাদেশে এক হাজারের বেশী ভোট নেই। তা হলে তিনি ক্ষমতায় যাবেন কিভাবে? মান্না ভাই এতো বোকা না, এ বিষয়ে তিনি সুদূর প্রসারী চিন্তাও করে রেখেছেন। প্রথম চিন্তা হল-মান্নার নাগরিক ঐক্য, বি চৌধুরীর বিকল্প ধারা, ডঃ কামাল হোসেনের গন ফোরাম ও আ স ম রবের জাসদকে নিয়ে তিনি যে যুক্ত ফ্রন্ট নামক জোটটি গঠন করেছেন তার মাধ্যমে বিএনপির কাছে ১৫০টি আসন দাবি করে বিএনপিকে জোটে নিয়ে আসা। মান্না ভাই মনে করছেন তিনি বিএনপিকে খেলাচ্ছেন। কিন্তু বিএনপিও কিন্তু মনে করছে ঠিক তার উল্টাটি। আসন ভাগাভাগিতে যদি মান্না ভাইয়ের খায়েস পূরন না হয় তার জন্য তিনি বিকল্প চিন্তাও করে রেখেছেন।
বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাঁধাগ্রস্ত করে গোলা পানিতে মাছ শিকারের একটা প্লানও তার রয়েছে। বিএনপি ও সরকারী দল আওয়ামীলীগের হানাহানির সুযোগে হয়ত কোন ৩য় শক্তি ক্ষমতায় আসবে। আর তখন হয়ত এই ক্ষেত্র তৈরী করার অবদানের জন্য কিছু একটা পেলেও পেতে পারেন। যদিও দেশে এমন কোন ঘটনার অবতারনা হবার কোন সম্ভাবনা নেই। তবুও মান্না ভাই এমন চিন্তা করতেই পারেন-এইটা তার গনতান্ত্রিক অধিকার।