রাশিয়া সিরিয়ায় অত্যাধুনিক এয়ার ডিফেন্স এস-৩০০ পাঠাচ্ছে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সার্গেই সোইগো জানিয়েছেন, রাশিয়া সিরিয়ায় অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এস-৩০০ মোতায়েন করবে। আগামী দুই সপ্তাহের মধ্য সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী করতে এই অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাচ্ছে রাশিয়া। ২০১৫ সাল থেকে রাশিয়া সিরিয়ার আসাদ সরকারকে সামরিক সহযোগিতা দিয়ে আসছে। আসাদ  সরকারের বাহিনীর সাথে রাশিয়ান বাহিনী সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এই যৌথ অভিযানে আসাদ সরকার সিরিয়ার বিভিন্ন প্রদেশে বিদ্রোহীদের হটিয়ে দিয়েছে।

১০/১২ দিন পূর্বে রাশিয়ার একটি টহল বিমান সিরিয়ায় রাশিয়ান বিমান ঘাটিতে ফিরার সময় সিরিয়ার উপকুল থেকে ৩৫ কিলোমিটার দুরে ভূমধ্যসাগরে ভুপাতিত হয়েছে সিরিয়ান মিসাইল হামলায়। ইসরাইল রাশিয়াকে অবহিত না করে সিরিয়ান এয়ার ব্যাসে জঙ্গি বিমান দিয়ে হামলা চালায়। এই সময় ক্রস ফায়ারে রাশিয়ান টহল বিমানটি বিধ্বস্ত হয়। রাশিয়া এই ঘটনার জন্য ইসরাইলকে দায়ী করে আসছে। আর এর ফলে ইসরায়েলের সাথে রাশিয়ার সম্পর্কের অবনতি ঘটে। তাই সিরিয়ায় অবস্থিত রাশিয়ান এয়ার ব্যাসকে অধিকতর সুরক্ষা দেওয়ার জন্য এই এস-৩০০ এয়ার ডিফেঞ্চ সিস্টেম পাঠাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *