বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোষাক শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

মাত্র পনের দিনের বেতন বকেয়া থাকায় গাজীপুরে কারখানা ভাংচুর করেছে বিক্ষুদ্ধ পোষাক শ্রমিকরা। তারা আজ সকালে আশেপাশের কয়েকটি পোষাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালিয়েছে। পরে তারা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

ঈদের আগে গাজীপুরের নিট এন্ড নিটেক্স গার্মেন্টস শ্রমিকদের অগাস্ট মাসের অর্ধেক বেতন দেওয়া হয়। বাকি অর্ধেক মাসের বেতন এখনো দেওয়া হয়নি। অপরদিকে শনিবার কারখানার পানি খেয়ে অনেক শ্রমিক অসুস্থ্য হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে গুজব ছড়িয়ে পড়ে। তাই ওই অর্ধেক মাসের বকেয়া বেতনের দাবিতে ও পানি খেয়ে অসুস্থ্য হয়ে যাবার কারনে শ্রমিকরা শনিবার রাতে কারখানায় বিক্ষোভ ও ভাংচুর করে। আজ সকালে আবার শ্রমিকরা একত্রিত হয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। তাদের সাথে আশে পাশের কারখানার শ্রমিকরাও যোগ দেয়। ফলে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় পাশে তৈরী হয় তীব্র যানঝট। গাছা থানার পুলিশ ও শিল্পাঞ্চল থানার পুলিশ এসে বিষয়টি মিটমাটের চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *