অবিস্ফোরিত মর্টার সেল নিয়ে খেলা করার সময় ৮ আফগান শিশু নিহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে একটি অবিস্ফোরিত মর্টার সেল নিয়ে খেলা করার সময় হঠাৎ তা বিস্ফোরিত হয়ে ৮ শিশু নিহত হয়েছে। নিহত শিশুরা সকলেই ৮ থেকে ১২ বছরের মধ্য। তারা মর্টারটিকে তাদের বাড়ীর অদুরে কুড়িয়ে পায়। শিশুরা জানতো না আসলে এটি কি জিনিস। এটিকে নিয়ে তারা বাড়ীরদিকে আসছিল। এমন সময় হঠাৎ মর্টারটি বিকট শব্দে বিস্ফোরিত হলে ৮ শিশুর মৃত্যু হয়।
এছাড়াও আরো ৮ শিশু আহত হয়েছে এই বিস্ফোরনে। আহত শিশুদের মধ্য দুই জনের অবস্থা আশংস্কাজনক। দুইজনের পা কেটে ফেলতে হয়েছে। গত সপ্তাহে এই এলাকায় তালেবানরা হামলা চালিয়েছিল। এই মর্টারটি তারা হয়ত নিক্ষেপ করেছিল এমন ধারনা করছে স্থানীয়রা। কিন্ত যে কোন কারনেই হয়ত এটি তখন বিস্ফোরিত হয়নি।