মিরাজ পারলেন, অন্যরা ব্যর্থ কেন?

স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

একজন তামিম ইকবাল যে বাংলাদেশ দলে কত প্রয়োজন তা টের পাওয়া গেছে এশিয়া কাপে আফগানিস্তান ও ভারতের সাথে টাইগারদের সূচনীয় হারের মধ্য দিয়ে। তামিম ইকবাল ভাল করলে দল সেদিন ভাল করে। তামিমের গড়া রানের ওপর ভিত্তি করে বাংলাদেশ দল জিতে যায়। আর তামিম না থাকলে টাইগারদের কি অবস্থা হয় তা আমরা গত দুটি ম্যাচে দেখেছি।

তামিম ইকবাল বাদে ওপেনিংয়ে ধারাবাহিকতা আছে এমন কোন খেলোয়ার নাই। দীর্ঘ দিনেও আমরা আরেক জন তামিম ইকবাল বানাতে পারিনি। এটা বাংলাদেশ ক্রিকেটের ব্যর্থতা। ভারতের সাথে গতকালের ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানরা একের পর এক ব্যর্থ হয়েছেন সেখানে মিরাজ ৫০ বলে ৪২ রান করেছেন স্বাভাবিকভাবে খেলে। সেই সাথে মাশরাফি ৩২ বলে করেছেন ২৬ রান। তা হলে টপ অর্ডাররা ব্যর্থ কেন-এর উত্তর খোঁজা অপরিহার্য হয়ে পড়েছে। অত্যান্ত বাজে খেলে লিটন, নাজমুল, মিথুন, মুশফিক ও মাহমুদুল্লারা আউট হয়েছেন। খেলা দেখে মনে হয়েছে এরা সকলেই শুধু বল ঠেকানোর কাজে ব্যস্ত ছিলেন। রান করতে হবে এইটা মনে হয় আমাদের টপ অর্ডারের সকলেই ভুলে গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *