ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ওসমান গনি আর নাই
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আনিসুল হকের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ওসমান গনিও আর নাই। বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিতসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরন করেছেন। তিনি ফুসফুসে ক্যান্সারের সমস্যায় ভুগছিলেন।
৭৫ বছর বয়সী ওসমান গনি বাড্ডা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ পুত্রসন্তান রেখে গেছেন। গত ১৪ আগস্ট তিনি চিকিৎসার জন্য সিংগাপুরে যান। মরহুমের লাশ আগামীকাল রবিবার বেলা ১১টা ৪০ মিনিটে সিংগাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে দেশে আনা হবে বলে জানা গেছে।
আনিসুল হকের মৃত্যুর কারনে জনাব ওসমান গনি প্যানেল মেয়র হিসাবে আনিসুল হকের দায়িত্ব পালন করে আসছিলেন। আর ওসমান গনির অসুস্থ্যতার কারনে এখন প্যানেল মেয়র হিসাবে আছেন গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা আনিসুল হকের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।