নরসিংদী সদরের নজরপুরে দুই দল গ্রামবাসীর মধ্য রক্তক্ষয়ী টেটাযুদ্ধে ১০ জন আহত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

নরসিংদী সদরের নজরপুরে টেটাযুদ্ধে ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকালে নজরপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে ভুইয়া বাড়ী ও বড়বাড়ীর মধ্য এই টেটাযুদ্ধ সংগঠিত হয়। গুরুতর আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফাইল ফটো

বিভিন্ন স্থানীয় সূত্র থেকে জানা যায়, এক সপ্তাহ আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভূইয়া বাড়ীর হালিম ভূইয়াকে মারধর করেন বড়বাড়ীর শারফিন ও আজান। গতকাল কাজ শেষে হালিম ভূইয়া বাড়ী ফিরছিলেন। এই সময় পূর্বের ঘটনার জের ধরে আবার হালিম ভূইয়াকে মারধোর করে বড়বাড়ীর লোকজন। এই খবর পেয়ে ভূইয়া বাড়ীর লোকজন নানা রকম দেশীয় অস্ত্র নিয়ে টেটাযুদ্ধে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে উভয় পক্ষের ৭ জন টেটাবিদ্ধসহ ১০ জন আহত হয়।

Leave a Reply

Your email address will not be published.