ভুলক্রমে সিরিয়ান মিসাইল আক্রমনে রাশিয়ান এয়ারক্রাফট ভুপাতিত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাশিয়ান একটি এয়ারক্রাফট ভুমধ্য সাগরে ভুপাতিত হয়ে এর ১৫ আরোহীর সকলেই নিহত হয়েছে। ভুলক্রমে সিরিয়ান মিসাইল হামলায় এয়ারক্রাফ্টটি ভুপাতিত হয়। এই সময় এয়ারক্রাফটটি সিরিয়ান উপকুল থেকে ৩৫ কিলোমিটার দুরে ছিল। এয়ারক্রাফটটি সিরিয়ান উপকুলের কাছে ব্যাস স্টেশনে ফিরে আসছিল। রাশিয়া এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে।
ইসরায়েল রশিয়াকে অবগত না করে সিরিয়ার পোর্ট সিটি লাটাকিয়ায় ৪টি জেট ফাইটার দিয়ে হামলা চালায়। এই সময় সিরিয়ান বিমান প্রতিরক্ষা ব্যাস স্টেশন থেকে ইসরায়েলী ফাইটারগুলিকে লক্ষ করে মিসাইল ছুঁড়া হয়। এই সময় রাশিয়ান এয়ারক্রাফটও ইসরায়েলী বিমা্নের কাছাকাছি চলে আসে। ফলে ভুলক্রমে একটি মিসাইল রাশিয়ান এয়ারক্রাফটটিকে আঘাত করলে বিধ্বস্ত হয়ে ১৫ আরোহীর সকলেই নিহত হয়। লাটাকিয়ায় রাশিয়ান এয়ার ব্যাস রয়েছে। ওই এলাকায় ইসরায়েলী বিমান অপারেশন চালালে রাশিয়াকে অবহিত করার কথা। কিন্তু ইসরায়েলী বিমান বাহিনী থেকে রাশিয়াকে এই ব্যপারে সতর্ক করা হয়নি বলে রাশিয়া জানিয়েছে। রাশিয়া এর সমোচিত জবাব দেবে বলে প্রতিক্রিয়া জানিয়েছে।