সরকারী চাকুরীতে ৯ম থেকে ১৩ম গ্রেড পর্যন্ত কোটা না রাখার সুপারিশ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সরকারী চাকুরীতে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর চাকুরীর ক্ষেত্রে কোন কোটা না রাখার সুপারিশ করেছে সরকার গঠিত কমিটি। কমিটি আজ এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছে। কোটা সংস্কার নিয়ে সরকারের পর্যালোচনা কমিটির প্রধান মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম আজ মন্ত্রীসভার বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
কমিটির এই সুপারিশ প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অনুমোদন পেলে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন পেলে আগামী মাসেই তা প্রজ্ঞাপন আকারে জারি করা হতে পারে বলে জানান শফিউল আলম। সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ত্রয়োদশ থেকে বিংশতম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। তবে সরকারী চাকুরীতে প্রবেশের বয়স সীমা ৩০ থেকে বাড়ানোর সিদ্ধান্ত এখনো হয়নি। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আদালতের যে রায় আছে তা কোটা সংস্কার কিংবা বাতিলে কোন প্রভাব ফেলবে না বলে আইন বিশেষজ্ঞরা মত দিয়েছেন বলে শফিউল আলম জানান।