দামাস্কাস বিমান বন্দরে ইসরাইয়েল মিসাইল নিক্ষেপ করেছে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সিরিয়ার দামাসস্কাস বিমান বন্দরে ইসরায়েল মিসাইল নিক্ষেপ করেছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে। শনিবার স্থানীয় সময় রাতে এই মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়া এন্টি মিসাইল যন্ত্রপাতি ব্যবহার করে বেশ কয়েকটি মিসাইল ভুপাতিত করার দাবি করছে।
বার্তা সংস্থা এএফপিও দাবি করছে, তাদের সিরিয়া প্রতিনিধি একটি বড় ধরনের বিস্ফোরনের শব্দ শুনেছে। পাশাপাশি অনেকগুলি মাঝারি ধরনের বিস্ফোরনের শব্দও শুনেছে তারা। এই ব্যপারে ইসরায়েলী আর্মি কোন মন্তব্য করেনি। তবে ইসরায়েল বলেছে, তারা সিরিয়ায় ইরানী সামরিক ঘাটিতে অস্ত্র মজুদে বাধা দেওয়া উচিত। ইসরায়েল আগস্ট মাসের শেষ সময় থেকে এ পর্যন্ত ২০০ বার সিরিয়ায় ইরানী সামরিক স্থাপনার ওপর হামলা করেছে।