খালেদা জিয়াকে পরীক্ষা করে নতুন কিছু পায়নি মেডিকেল বোর্ড
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দুর্নীতির দায়ে জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত কারাগারে থাকা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে নতুন কিছু পায়নি মেডিকেল বোর্ড। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন এই তথ্য জানিয়েছেন। আর খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হতে চাইলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই ভাল হবে বলে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা মত দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে মেডিকেল বোর্ডের সদস্যরা শনিবার কারাগারে গিয়ে খালেদা জিয়াকে দেখে আসেন। এই বোর্ডের অন্য সদস্যরা হলেন- কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক আবু জাফর চৌধুরী, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক তারেক রেজা আলী ও ফিজিকেল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।
মেডিকেল বোর্ডের সদস্যরা কারাগারে খালেদা জিয়াকে ব্যবস্থাপত্র দিয়ে এসেছেন। ৭৩ বছর বয়সী খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে হৃদযন্ত্র, রক্তচাপ বা ডায়াবেটিসের কোনো সমস্যা পাওয়া যায়নি বলে জানান বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা করে খালেদা জিয়ার দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে বলে আসেন। তার পরিপেক্ষিতেই এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।