চাদপুরে যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ আগুনে ব্যপক ক্ষয়ক্ষতি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
চাদপুরে একটি লঞ্চে ভয়াবহ আগুনে ব্যপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই সময় হুরমুর করে লঞ্চ থেকে নামতে যেয়ে ১৫/২০ জন আহত হয়েছে। এই ভয়াবহ আগুনের কবল থেকে অল্পের জন্য বেঁচে গেছে ৫ শতাধিক যাত্রী। লঞ্চের ইঞ্জিন রুমে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত বলে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে।
আজ সকাল সাড়ে ৯টায় লঞ্চটি চাদপুর টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত লঞ্চটিতে প্রায় পাঁচ শতাধিক যাত্রী ছিল। অগ্নিকাণ্ডে লঞ্চটির ইঞ্জিন, জেনারেটর, পাওয়ার সেকশন, হাওয়ার মেশিন, ডায়াস মেশিনসহ ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে। লঞ্চের ইঞ্জিন চালু করার সাথে সাথেই লঞ্চটিতে আগুন ধরে যায়। এ সময় দ্রুত যাত্রীদের লঞ্চ থেকে টার্মিনালে নামিয়ে দেওয়া হয়। এই সময় লঞ্চের যাত্রী ও টার্মিনালে থাকা লোকজন আগুন নিভানোর চেষ্টা করে। প্রায় ২০ মিনিট পর দমকল বাহিনীর ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। আগুনে রফ রফ নামের এই লঞ্চটির ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে লঞ্চটির মালিক পক্ষ জানিয়েছে।