খালেদার অনুপস্থিতিতে বিচার কাজ চলবে কিনা এ নিয়ে আদেশ ২০শে সেপ্টেম্বর

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলার শুনানী চলবে কি না এ নিয়ে বিচারক ডঃ মোহাম্মদ আক্তারুজ্জামান আদেশ দিবেন ২০শে সেপ্টেম্বর। গত ৪ঠা সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলার বিশেষ আদালতের স্থান পরিবর্তন করে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় জেল খানার একটি স্যুটে স্থানান্তর করা হয়। ৫ই আগস্ট বেগম জিয়া ওই আদালতে উপস্থিত হলেও তার পক্ষের কোন আইনজীবী সেদিন ওই আদালতে উপস্থিত ছিলেন না। বেগম জিয়া সেদিন আদালতকে বলেছিলেন যে, তিনি অসুস্থ্য, এই অবস্থায় তিনি আর আসতে পারবেন না, যতো খুশী সাঁজা দেন।
এরপর ১২ ও ১৩ই সেপ্টেম্বর এই মামলার শুনানীর তারিখ পুনঃ নির্ধারণ করা হয়। ১২ই সেপ্টেম্বর এই মামলার শুনানীতেও বেগম জিয়া আদালতে আসেন নি। কারা কর্তৃপক্ষ তাকে আদালতে আসতে বললে তিনি তাদেরকে জানান যে তিনি আদালতে আসবেন না। তারপর খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বেগম জিয়ার জামিন বৃদ্ধি ও মামলার শুনানী ১ মাস মুলতবি রাখার জন্য আদালতকে বলেন। বিচারক ডঃ মোহাম্মদ আক্তারুজ্জামান খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই মামলার শুনানী চলবে কি না তা শুনার জন্য আজকের দিন ধার্য করেন। আজও খালেদা জিয়া উপস্থিত হননি। তবে শুনানী চলবে কিনা এই বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার যুক্তিতর্ক উপস্থাপন করেন। অপরদিকে চ্যারিটেবল ট্রাষ্ট মামলার বাদী দুদকের পক্ষে শুনানী করেন মোসারফ হোসেন কাজল। উভয় পক্ষের শুনানী শেষে বিচারক ২০ই সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেন।