শক্তিশালী হারিকেন ‘ফ্লোরেন্স’ আগামী ৪৮ ঘন্টার মধ্য যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুলে আঘাত করবে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
শক্তিশালী হারিকেন ‘ফ্লোরেন্স’ এখন থেকে ৪৮ ঘন্টার মধ্য যুক্তরাজ্যের পূর্ব উপকুলে আঘাত আনতে পারে বলে সেখানকার আবহাওয়া অফিস সতর্কতা জারি করেছে। উত্তর আটলান্টিক সাগরে সৃষ্ট এই ঝড় ক্ষিপ্র গতিতে যুক্তরাষ্ট্রের সাউথ ও নর্থ ক্যারোলিনার দিকে ধেয়ে আসছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস জানিয়েছে গত ৩০ বছরের মধ্য এই ঝড় হবে সবচেয়ে প্রলয়ংকরী।
ইতিমধ্য সাউথ ও নর্থ ক্যারোলিনা থেকে প্রায় ১৫ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে এই ঝড়ের কবল থেকে রক্ষা করার জন্য। আরো প্রায় সাড়ে ৪ লক্ষ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। এই ঝড়ের ফলে ভুমিধ্বসসহ নানা ধরনের ক্ষয়ক্ষতির আসংস্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডুনাল্ড ট্রাম্প এই ঝড়ের ফলে ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে ইতিমধ্যই কেন্দ্রীয়ভাবে অর্থ সাহায্যের ঘোষনা দিয়েছেন।