খালেদা জিয়া আদালতে হাজির হননি

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় আজ আদালতে উপস্থিত হননি। কারা কর্তৃপক্ষকে বেগম খালেদা জিয়া জানিয়েছেন, তিনি আদালতে যাবেন না। আদালতে দেওয়া কারা কর্তৃপক্ষের আবেদনে বলা হয়েছে, খালেদা জিয়াকে আদালতে যাবার কথা বললে তিনি আদালতে যেতে পারবেন না বলে জানিয়েছেন। খালেদা জিয়া আদালতে যেতে অনিহা প্রকাশ করেছেন।

ফাইল ফটো
ঢাকার বিশেষ জর্জ আদালত-৫ এর বিচারক ড. মো. আকতারুজ্জামান আদালতে খালেদা জিয়ার না আসার এই প্রতিবেদন পাঠ করে শোনান। ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের ভিতরে বিশেষ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলার শুনানীর কার্যক্রম চলছে। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে বলেন, খালেদা জিয়া অসুস্থ্য, তিনি আদালতে আসতে পারছেন না, তার জামিনের মেয়াদ বৃদ্ধি করা হউক। পাশাপাশি তিনি এই মামলার কার্যক্রম এক মাস স্থগিত রাখার জন্য আদালতে আর্জি জানান।
দুদকের আইনজীবী মোসারফ হোসেন কাজল আদালতকে বলেন, আদালতের আদেশ অনুযায়ী আজ মামলাটির যুক্তিতর্ক শুনানীর দিন ধার্য ছিল। তিনি মামলাটির শুনানীর আবেদন জানান। এর পর খালেদা জিয়ার অনুপস্থিতে বিচার কাজ চলবে কিনা ও জামিনের মেয়াদ বাড়বে কিনা এই বিষয়ে আগামীকাল আদেশ দিবেন বলে বিচারক জানিয়েছেন।