ভারতে একটি বাস রাস্তা থেকে উপত্যকায় পড়ে গেলে ৪৩ জন নিহত হয়
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি বাস রাস্তা থেকে ছিটকে উপত্যকায় পড়ে গেলে নারী শিশুসহ ৪৩ জন নিহত হয়। আজ স্থানীয় সময় দুপুরে এই দুর্ঘনাটি ঘটেছে। বাসটিতে ৭০ জন যাত্রী ছিল। রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাসটির যাত্রীরা কোন্ডাগাত্তু নামক স্থানে একটি মন্দির পরিদর্শন শেষে জাগতিয়ালে ফিরছিল।
ব্রেক ফেলের কারনে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। তবে যেখান থেকে বাসটি ছিটকে উপত্যকায় পড়েছে সেই এলাকাটি বেশ দুর্ঘটনা কবলিত এলাকা। সেই রাস্তায় দুর্ঘটনা এড়াতে নানা নির্দেশনা দেওয়া আছে। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ শুরু করে হতাহতদের হাসপাতালে নিয়ে যায়।