আজ থেকে আমরা আরো কাছে এলাম, আমাদের সম্পর্ক আরো গভীর হল-মোদী
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ থেকে আমরা আরো কাছে এলাম, আমদের সম্পর্ক আরো গভীর হলো। তিনি আজ বিকালে আগরতলা-আখাউড়া রেল লাইনের আখাউড়া অংশের কাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভোধনের সময় বক্তৃতাকালে শেখ হাসিনাকে এই কথা বলেন। এই সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও ত্রিপুরার মূখ্যমন্ত্রী বিল্পব কুমার দের সাথেও কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানীর চুক্তির কার্যক্রমও প্রদর্শন করা হয়। পশ্চিমবঙ্গ থেকে আরো ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানীর ব্যপারেও কথা হয়।
শেখ হাসিনা মমতা ব্যানার্জীকে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানালে মমতা ব্যানার্জী বলেন, আপনি আবার জিতুন, তারপর আসবো। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিল্পব কুমার দেকে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানালে তিনি বলেন, কথা দিয়েছিলাম আপনার এখানেই প্রথম আসবো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির ব্যাপারে তার কোনো দ্বিমত নেই। আজ বিকাল ৫টায় আখাউড়া থেকে সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।
আখাউড়া-আগরতলা ১৫ কিলোমিটার রেল প্রকল্পের ১০ কিলোমিটার আখাউড়া অংশে ও ৫ কিলোমিটার আগরতলা অংশে। ৪৭৭ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের সিংহভাগ অর্থের যোগান দিচ্ছে ভারত।