বিএনপির সিনিয়র নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীকে খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নিতে বলেছেন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বিএনপির সিনিয়র নেতারা আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা করেছেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বেগম খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে অনুরোধ করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি প্রতিনিধি দলকে বলেছেন, মন্ত্রনালয়ের সচিব ও কারা কর্তৃপক্ষের সাথে কথা বলে তিনি সিদ্ধান্ত জানাবেন। এই বিষয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি কোন কথা বলেননি।

বিএনপি প্রতিনিধি দলে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডঃ খন্দকার মোশারফ হোসেন, ডঃ মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, জমির উদ্দিন সরকার ও রফিকুল ইসলাম মিয়া। তারা ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *