ধানমন্ডি লেকে কিশোরীর আত্নহত্যা
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীর ধানমন্ডি লেকে ইমি (১৭) নামের এক কিশোরী আত্নহত্যা করেছে। গতকাল রাত ১১টার সময় দুই যুবক তাকে লেক থেকে তুলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ইমিকে মৃত ঘোষনা করে। পুলিশ ধারনা করছে সে লেকের পানিতে ঝাপ দিয়ে আত্নহত্যা করেছে।
তিন বোনের মধ্য ইমি ২য়। তাদের বাবা লিয়াকত আলী কাতার প্রবাসী। মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে তাদের বাসা। শনিবার সন্ধ্যায় ছোট বোনের সাথে ইমির ঝগড়া হয়। ঝগড়ার পর ছোট বোন ঘুমের ঔষধ খেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাসার সবাই যখন এই নিয়ে ব্যস্ত তখন ইমি বাসা থেকে বেড়িয়ে ধানমন্ডি লেকে ঝাপ দিয়ে আত্নহত্যা করে বলে ইমির পারিবারিক সূত্রে জানা যায়।