ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কারাবন্দী বেগম খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়।
বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়া গুরুতর অসুস্থ্য এই তথ্য দিয়ে সরকারের কাছে তার চিকিৎসার দাবি জানানো হয়। এক পর্যায়ে কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে বিভিন্ন পরীক্ষা করান। পরে রিপোর্টে চিকিৎসকরা বলেন, খালেদা জিয়ার অসুস্থ্যতা গুরুতর নয়। পরে বিএনপির পক্ষ থেকে বার বার খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি করা হয়। কিন্তু কারা বিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কিংবা সিএমএইচে খালেদা জিয়ার চিকিৎসা করাতে চাইলে খালেদা জিয়া তাতে অসম্মতি জানান। বিএনপির পক্ষ থেকে এই দাবি আরো জোড়ালো হয় জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় গত ৫ই সেপ্টেম্বর খালেদা জিয়াকে কারাগারে স্থাপিত বিশেষ আদালতে হাজির করা হলে।