সিরিয়া বিষয়ে ভ্লাদিমীর পুটিন, এরদোগান ও হাসান রোহানী বৈঠকে বসছেন আজ
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমীর পুটিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়েফ এরদোগান ও ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানী সিরিয়া বিষয়ে আজ বৈঠকে বসছেন। ইরানের রাজধানী তেহরানে আজ এই বৈঠক হবার কথা রয়েছে। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। সিরিয়ায় সরকারী বাহিনীর সাথে বিদ্রোহীদের যুদ্ধে প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ মৃত্যু বরন করেছে। প্রায় ১১ লক্ষ মানুষ দেশ থেকে পালিয়ে পাশ্ববর্তী দেশ লেবালন, তুরস্ক ও ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।
আজকের বৈঠকে সিরিয়ান রিফুজিদের সিরিয়ায় ফিরিয়ে এনে কিভাবে সুরক্ষা দেওয়া যায় সেই বিষয় নিয়ে তিন নেতা বিশদ আলোচনা করবেন। ইরানে আফগানিস্তানের বিপুল সংখ্যক শর্নার্থী রয়েছে। সিরিয়ায় যুদ্ধ এখনো শেষ হয়নি। ইদলিবে এখনো যুদ্ধ চলছে। সিরিয়ার চলমানযুদ্ধে কিভাবে এই তিন দেশ সামরিক সহযোগিতা করতে পারে এই নিয়ে আজ একটি চুক্তি হবার কথা রয়েছে। সিরিয়ার মানবাধিকার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য আজ একটি কমিটি করার সম্ভাবনা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারনে সিরিয়া পরস্থিতি এতো জটিল আকার ধারন করেছে। সম্প্রতি রাশিয়া অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র সিরিয়ান বিদ্রোহীদের ট্রেনিংসহ সামরিক সহযোগিতা দিচ্ছে। অপরদিকে রাশিয়া ও ইরান প্রকাশ্যে আসাদ সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। উভয় দেশেরই সিরিয়ায় সৈন্য মোতায়েন রয়েছে। গত সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আকর্ষিকভাবে সিরিয়ার রাজধানী দামাস্কাস সফর করেছে।