আদালতে যাবার অবস্থা খালেদা জিয়ার নেই-আইনজীবী
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে চার আইনজীবী কারাগারে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। আজ বিকালে খালেদা জিয়ার সাথে দেখা করে তারা কারা ফটকে সাংবাদিকদের জানিয়েছেন, আদালতে যাবার মতো অবস্থা খালেদা জিয়ার নেই। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জমিরউদ্দিন সরকারের নেতৃত্বে বিকাল সাড়ে ৪টার দিকে কারাগারে যান জয়নাল আবেদীন, এজে মোহাম্মদ আলী ও আবদুর রেজ্জাক খান।
এক ঘন্টা পর কারাগার থেকে বেড়িয়ে খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিমকোর্ট বারের সভাপতি জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, ‘আমরা খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেম। ওনার শারীরিক অবস্থা অত্যান্ত খারাপ। ভালভাবে কথা বলতে পারছেন না। প্রচন্ড ব্যথায় কষ্ট পাচ্ছেন। তার অবস্থা এতো খারাপ যে, কোর্টে যাওয়া সম্ভব হবে না। দ্রুত তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করানো প্রয়োজন।’