সমকামিতাকে বৈধতা দিল ভারতের সুপ্রিম কোর্ট
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের সুপ্রিমকোর্ট সমকামিতাকে সে দেশে বৈধতা দিয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের ৫ বিচারক এই রায় দেয়। এই রায়কে অনেকে ঐতিহাসিক বলে স্বাগত জানালেও ভারত জুড়ে এই রায় নিয়ে সমালোচনা চলছে। অনেকে মনে করছেন এই রায়ের ফলে সামাজিক ব্যধি ছড়িয়ে পড়বে।
এর আগে ২০১৩ সালে সেকসন ৩৭৭ এর অধীনে সমকামিতাকে অবৈধ ঘোষনা করেছিল সুপ্রিমকোর্ট। আর আজকের রায়টি এসেছে আগের রায়ের ঠিক বিপরীত। ৫ বিচারক সর্বসম্মতভাবে সমকামিতার পক্ষে রায় দেয়। ফলে সমকামিতা নিয়ে ব্রিটিশ আমলে করা আইনের অবসান হলো। ভারতে সমকামিতার পক্ষে দীর্ঘদিন যাবৎ আন্দোলন চলে আসছিল।