যত পারেন সাজা দেন আদালতে আসবো না-খালেদা জিয়া
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ‘যত পারেন সাজা দেন, আদালতে আসবো না’। তিনি গতকাল জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় কারাগারে স্থাপিত আদালতে হাজির হয়ে বিচারকের উদেশ্য এই কথা বলেন। গত ৮ মাস যাবৎ অসুস্থ্যতার কারনে তিনি এই মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত ছিলেন।
ফলে আদালত খালেদা জিয়ার সুবিধার্থে এই মামলার আদালতের স্থান পরিবর্তন করে নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে স্থানান্তর করে। এর আগে এই মামলার শুনানী চলতো বকসি বাজারের আলিয়া মাত্রাসা মাঠে একটি অস্থায়ী আদালতে। ৪ঠা সেপ্টেম্বর রাষ্ট্রপতির এক আদেশ বলে এই আদালত কারাগারে স্থানান্তর করা হয়। তবে গতকাল শুনানীতে বেগম জিয়ার আইনজীবীরা কারাগারে স্থাপিত এই নতুন আদালতে উপস্থিত ছিলেন না। তারা আগের আদালতে বসে সময় কাটিয়েছেন। তবে তারা খালেদা জিয়ার পক্ষে একজন পর্যবেক্ষক পাঠিয়েছিলেন। এই পর্যবেক্ষক ঢাকা বারের সভাপতি ও বিএনপিপন্থি আইনজীবী গোলাম মোস্তফা খান। খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত না থাকলেও দুদক ও সরকার পক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন। মামমলার পরবর্তী শুনানীর দিন ১২ ও ১৩ই সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।