প্যারাগুয়ে থেকে দূতাবাস গুটিয়ে ফেলবে ইসরায়েল
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ইসরায়েল প্যারাগুয়ে থেকে তাদের দূতাবাস গুটিয়ে ফেলবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহু প্যারাগুয়ে থেকে দূতাবাস গুটিয়ে ফেলতে আদেশ দিয়েছেন। প্যারাগুয়ের নতুন সরকার জেরুজালেম থেকে তাদের দূতাবাস পূর্বের তেল আবিবে সরিয়ে নেওয়ার ঘোষনার ক্রুদ্ধপ্রতিক্রিয়া হিসাবে ইসরায়েল এই সিদ্ধান্ত নিয়েছে।
কিছুদিন আগে যখন যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিয়েছিল সেই সময়ে প্যারাগুয়ে ও গোয়াতেমালাও দূতাবাস সরিয়ে জেরুজালেমে নিয়ে এসেছিল। কিন্তু অধিকাংশ দেশ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি না দেওয়ায় ও দূতাবাস জেরুজালেমে স্থানান্তর না করায় প্যারাগুয়ে তাদের দূতাবাস জেরুজালেম থেকে পূর্বের স্থানে অর্থাৎ তেলা আবিবে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।