কাভার্ডভ্যানের ধাক্কায় মতিঝিলে ‘পাঠাও’এর চালক ও আরোহী নিহত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীর মতিঝিলে কাভার্ডভ্যানের চাপায় ‘পাঠাও’ বাইকের এর চালক ও আরোহী নিহত। রবিবার রাত ১০টার সময় সড়ক ভবনের পূর্বপাশের রাস্তায় এ ঘটনা ঘটে। তাতে পাঠাও চালক রিপন সিকদার (৩১) ও আরোহী জানে আলম গাজী(৩০) ঘটনাস্থলেই নিহত হয়।
দুর্ঘটনাকবলিত স্থানে মটরসাইকেল সমেত চালক ও আরোহীকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। ঘটনাস্থলে বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে বলে মতিঝিল থানা সূত্রে জানা গেছে। তবে পাঠাওয়ের বাইক চালক ওই পানিতে বাইক সমেত পড়ে যাওয়ার পর কাভার্ডভ্যানটি চাপা দিয়েছে নাকি স্বভাবিকভাবেই চাপা দিয়েছে তা স্পষ্ট নয়। বাইকটিকে চাপা দিয়ে কাভার্ডভ্যানটি দ্রুত পালিয়ে গেছে।