৭ই মার্চ ভবন উদ্ভোধন করলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ৭ই মার্চ ভবন উদ্ভোধন করেছেন। এটি রোকেয়া হলের একটি এক্সটেনশন আভাসিক ভবন যাতে ১০০০ ছাত্রীর স্থান সংকুলান হবে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনকে স্মরনীয় করে রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এই আবাসিক ভবনটি নির্মাণ করে। আজ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখা হাসিনা ১১ তলা বিশিষ্ট এই ভবনটি উদ্ভোধন করেন।
উদ্ভোধনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোঃ আক্তারুজ্জামান, প্রো-ভিসি ড. মোঃ সামাদ, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ডাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যা সমাধান ও অবকাঠামো উন্নয়নে মোট ১২টি ভবন নির্মাণের ভিত্তিফলক স্থাপন করেছিলেন।