মায়ানমারে বাঁধ ভেঙ্গে ৮৫ গ্রাম প্লাবিত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মায়ানমারে একটি বাঁধ ভেঙ্গে সন্নিহিত ৮৫ গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার দেশটির মধ্যঞ্চলীয় সওয়ার খাড়ির ওই বাঁধটি ভেঙে যায়। এতে পানির প্রবল ধারায় সামনের গ্রামগুলো ভেসে যায় এবং নিকটবর্তী সওয়ার ও ইয়েদাশি শহর ডুবে যায়। গতকালই সেনাবাহিনীসহ অন্যান্য সংস্থা উদ্ধার অভিযান শুরু করেছে।
পানির তীব্র স্রোতে একটি গুরুত্বপূর্ণ ব্রিজ ভেঙ্গে গেলে রাজধানীর সাথে কয়েকটি প্রদেশের যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় ৬৩ হাজার মানুষ ও ১৪ হাজার বাড়িঘর ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায়। ইতিমধ্য প্লাবিত এলাকা থেকে ৫০ হাজার মানুষকে উদ্ধার করে অন্যত্র নেওয়া হয়েছে। মায়ানমার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।