সেপ্টেম্বর মাসে রাশিয়া ৩ লক্ষ সৈন্যের সামরিক মহড়ার আয়োজন করবে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

গত চার দশকের মধ্য সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। আগামী সেপ্টেম্বরের ১১ থেকে ১৫ তারিখ পর্যন্ত চলবে এই মহড়া। এই মহড়ায় অংশ নিবে ৩ লক্ষ সৈন্য, এক হাজারের বেশী মিলিটারী এয়ারক্রাফট, সকল ধরনের সামরিক অস্ত্রসহ দুটি যুদ্ধ জাহাজ। রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সারগেই সইগো মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।

ট্যাংক, আরমার্ড পারসনেল ক্যারিয়ার্স, যুদ্ধযা্নসহ ৩৬ হাজার সামরিক সরঞ্জাম এই মহড়ায় একসাথে অংশ গ্রহন করবে। নৌবহরে থাকবে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান। দাবড বসটক-২০১৮ নামের এই সামরিক মহড়া অনুষ্ঠিত হবে মধ্য ও পূর্ব রাশিয়ায়। এই মহড়ায় চীনের ৩২০০ সৈন্য ৯ শত সামরিক অস্ত্র ও অন্যান্য যুদ্ধযানসহ অংশ গ্রহন করবে বলে জানিয়েছে চায়না বার্তা সংস্থা সিনহুয়া। অপর দিকে মঙ্গোলিয়াও এই সামরিক মহড়ায় অংশ নিবে বলে জানা গেছে।

এই মহড়া নিয়ে ন্যাটোভুক্ত দেশগুলিতে টান টান উত্তেজনা চলছে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখলের পর থেকেই ন্যাটো পূর্ব ইউরোপে সৈন্য সংখ্যা বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *