বিএনপি-আইএসআইয়ের সরকার হটানোর সিঙ্গাপুর ষড়যন্ত্র ফাস
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বর্তমান আওয়ামীলীগ সরকারকে হটানোর জন্য বিএনপি ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের গোপন ষড়যন্ত্রের কথা ফাস হয়ে গেছে। মাঝ সেপ্টেম্বরে রাজধানীতে বড় ধরনের সমাবেশ ঘটিয়ে সরকারকে হটানোর ষড়যন্ত্র করছে বিএনপি। আর এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য বিএনপির সিনিয়র নেতারা সম্প্রতি সিঙ্গাপুরে আইএসআইয়ের সাথে বৈঠক করেছে। আর এ সময়ের মধ্য বিচারপতি এস কে সিনহাও সরকার বিরোধী বক্তব্য দেবার কথা রয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। আন্তর্জাতিক অনলাইন নিউজ পোর্টাল ‘লুকইস্ট’ কয়েকটি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে।
লোকইস্টের প্রতিবেদনে বলা হয়, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি টার্গেট করেছিল গনপরিবহনকে। একের পর এক বোমা হামলা করে শতাধিক মানুষকে হত্যা করা হয়েছিল সে সময়ে। সারাদেশে আতংস্ক তৈরী করা হয়েছিল। ৩ মাস জ্বালাও পোড়াও চলছিল সারাদেশের পরিবহন সেক্টরে। আর সেই সময়ে বিএনপির টার্গেট ছিল এরকম অরাজকতা তৈরী করলে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে। কিন্তু বিএনপির সেই আশা তখন বাস্তবায়িত হয় নাই।
গোয়েন্দা সূত্রের বরাতে জানা যায়, গত সপ্তাহে সিঙ্গাপুরে বিএনপির সিনিয়র নেতাদের সাথে বৈঠকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অন্তত দুই জন কর্মকর্তা উপস্থিত ছিল। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সরকার বিরোধী বিক্ষোভের মধ্য আওয়ামীলীগের সিনিয়র নেতাদের হত্যা করা হবে। সরকার বিরোধী বিক্ষোভকে গনরোষে রুপ দেওয়া হবে। আওয়ামীলীগের কর্মীদের মনোবল ভেঙ্গে দিয়ে নির্বাচন বানচাল করা হবে। আর এই চক্রের পরবর্তী বৈঠকটি ব্যাংককে হবার কথা রয়েছ এ সপ্তাহেই।
ইতিপূর্বে ইত্তেফাকেও টার্গেট কিলিং নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। র্যাবের মহাপরিচালক বলেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র ব্যর্থ করে দিবেন তারা। সিঙ্গাপুরের বৈঠকটি সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।