পাবনায় বেসরকারী টেলিভিশনের এক নারী সাংবাদিককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
পাবনায় বেসরকারী আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্না নদীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে নদীর বাড়া বাসায় এই ঘটনা ঘটে। পাবনার অতিরিক্ত পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস জানান, কতিপয় অজ্ঞাত দুর্বৃত্ত রাত ১১টার সময় সুবর্না নদীর বাসায় এসে কলিং বেল টিপে। এই সময় নদী গেট খুলার সাথে সাথেই তারা সুবর্নাকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা নদীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতলে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার নদীকে মৃত ঘোষনা করে। তার স্বামী পাবনার এক ব্যবসায়ীর ছেলে রাজিব। কিছুদিন আগে এই দম্পতির ছাড়াছাড়ি হয়। এই নিয়ে আদালতে একটি মামলাও চলছে। সুবর্নার ৬ বছরের একটি ছেলে আছে। কারা এই হত্যাকান্ডে জড়িত তা বের করার চেষ্ঠা করছে পুলিশ। নদী দৈনিক জাগ্রত বাংলার পাবনা প্রতিনিধিও ছিলেন।