জনকল্যানের জন্যই রাজনীতি, ভোটের জন্য নয়-শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তার দল জনগনের কল্যানের জন্য রাজনীতি করে ভোটের জন্য নয়। তিনি আজ গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুণ্ণেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইন্সটিউট এবং গোপালগঞ্জের পাশ্ববর্তী ৮টি জেলার ২০টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্ভোধনকালে এইসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের রাজনীতি জনকল্যানের জন্য, ভোগের জন্য নয়। জাতির পিতা এই শিক্ষাই দিয়ে গেছেন। ভোট দেওয়া ও না দেওয়া মানুষের অধিকার। জনগনের সুখের জন্য, শান্তির জন্য, অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা সেবা দেবার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ২০০১ সালে বিএনপি-জামাত জোট ক্ষমতায় এসে কমিনিটি ক্লিনিকগুলি বন্ধ করে দিয়েছিল। কারন তারা মনে করেছিল এই ক্লিনিকে যারা কাজ করবে তারা নৌকায় ভোট দিবে। ফলে বন্ধ হয়ে গিয়েছিল গ্রামে-গঞ্জে এই কমিউনিটি ক্লিনিকের সেবা।

Leave a Reply

Your email address will not be published.