সৌদি জোট ইয়েমেনে যুদ্ধাপরাধ সংঘটিত করছে-জাতিসংঘ

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

জাতিসংঘ বলছে সৌদি জোট ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সাথে যুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করে চলেছে। যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্গন বলে জাতিসংঘ মনে করে। বেসামরিক মানুষের জানমাল রক্ষায় সৌদি জোট তেমন কোন ভুমিকা রাখছে না।

জাতিসংঘ মঙ্গলবার এক রিপোর্টে বলেছে, সৌদি জোটের বিমান হামলায় ব্যপকভাবে বেসামরিক লোক মারা যাচ্ছে, ইয়েমেনের পোর্টের কার্যক্রম বাধাগ্রস্ত করছে ও আকাশ পথকে বিপর্যস্ত করছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লংগন। আল জাজিরা ও ইয়েমেন ডাটা প্রজেক্টের ডাটা বিশ্লেষন করলে দেখা যায় ২০১৫ সালের মার্চের পর থেকে এ পর্যন্ত ১৬ হাজার বার সৌদি জোট ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে। এর মধ্য হামলার এক তৃতীয়াংশ হয়েছে বেসামরিক স্থাপনা ও লোকজনের ওপর। এমন কি হাসপাতাল, বিবাহ অনুষ্টান, স্কুল, পানির প্রজেক্ট, ইলেক্ট্রিক প্লান্ট ও অন্যান্য ধর্মীয় স্থাপনাও বাদ যাচ্ছে না সৌদি জোটের বিমান হামলা থেকে। সেভ দ্য চিল্ড্রেন বলছে, প্রতিদিন গড়ে ১৩০ জন শিশু মারা যাচ্ছে না খেয়ে, নানা ধরনের রোগে ও উদ্ভুত পরিস্থিতির কারনে। ২০১৫ শালে যুদ্ধ শুরু হবার পর থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজার লোক মারা গেছে এই যুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *