ডেমরার সারুলিয়ায় বৃদ্ধ স্বামী-স্ত্রীকে অচেতন করে মালামাল নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীর ডেমরার সারুলিয়ায় এক বৃদ্ধ দম্পতিকে অচেতন করে মালামাল নিয়ে চম্পট দিয়েছে অজ্ঞান পার্টির নারী সদস্যরা। আজ দুপুরে বাসা ভাড়া নেওয়ার কথা বলে কয়েকজন নারী বাসায় প্রবেশ করে। কিছুক্ষন পরে তারা চলে যায়। আশেপাশের লোকজন বাসায় কোন সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হলে বাসায় প্রবেশ করে বৃদ্ধ দম্পতিকে অচেতন অবস্থায় পায় ও বাসার মালামাল তছনছ দেখতে পায়।
প্রতিবেশীরা এই দম্পতির ছেলেকে ফোন করে বিষয়টি জানালে ছেলে দ্রুত বাসায় আসে। পরে দ্রুত মা বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যা ৭টায় নিয়ে যাবার পরই ডাক্তার বৃদ্ধ স্ত্রীকে মৃত ঘোষনা করে। পরে রাত ৮টায় বৃদ্ধ স্বামীও মারা যায়। স্ত্রী সাহেরা খাতুন(৬০) ও স্বামী আব্দুস সাত্তার(৭৫) ছেলে, ছেলের বউ ও নাতি নিয়ে সারুলিয়ার এই বাসায় থাকতেন। তাদের গ্রামের বাড়ী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।