নতুন চারটি মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দেশে নতুন চারটি মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম সাংবাদিক সম্মেলনে আজ এই তথ্য জানিয়েছেন। নেত্রকোনা, মাগুরা, নীলফামারী ও নওগাঁয় এই চারটি মেডিকেল কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি কার্যক্রম শুরু হবে।
এই চারটি মেডিকেল কলেজে ২৫০ জন ছাত্র ছাত্রী ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তি করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। এছাড়া চাদপুরেও একটি মেডিকেল কলেজ অনুমোদনের অপেক্ষায় আছে।