ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫.৯ মাত্রার শক্তিশালী ভুমিকম্পে নিহত ১
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ইরানের উত্তর পশ্চমাঞ্চলে ৫.৯ মাত্রার শক্তিশালী ভুমিকম্পে ১ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ইরানী বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে জানিয়েছে, আজ রোববার ভোরের এই ভুমিকম্পের উৎপত্তিস্থল ছিল কারমানশাহ প্রদেশে। এই ভুমিকম্পের পরে ৩ মাত্রার আরও দুটি পরাঘাত আঘাত এনেছে। আর এই হতাহতের ঘটনা ঘটেছে তাজেহাবাদ শহরে।
ভুমিকম্পের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৭০ বছরের এক বৃদ্ধা মারা গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরী উদ্ধার কাজ চলছে। ইরাকের বাগদাদ থেকেও এই ভুমিকম্প অনুভুত হয়েছে। উল্লেখ্য গত নভেম্বরেও ৭.৩ মাত্রার একটি ভুমিকম্প কারমানশাহ প্রদেশে আঘাত এনেছিল। তাতে প্রায় ৬ শত লোক মারা গিয়েছিল।