পীরগঞ্জে পিকনিকের বাস উল্টে ৫০ জন আহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রংপুরের পীরগঞ্জে একটি পিকনিকের বাস উল্টে ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্য বেশ কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে পীরগঞ্জের সিংগারোল গ্রামে।
পীরগঞ্জ উপজেলা সাটিয়া জামাতপাড়া এলাকা থেকে অর্ধশত যাত্রী নিয়ে বাসটি দিনাজপুরের স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রে যাওয়ার সময় একটি ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পার্শ্বে উল্টে গেলে অর্ধশত যাত্রী আহত হন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যেয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করে।