প্রধানমন্ত্রীকে এসএমএস করে এক লক্ষ টাকার গরু ও নগদ অর্থ পেলেন হিজরারা
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জামালপুরের হিজরা সম্প্রাদায় প্রধানমন্ত্রীকে মোবাইল এসএমএস করে এক লক্ষ টাকার কুরবানীর গরু ও সেই সাথে অন্যান্য খরচ বাবদ অর্থ পেলেন। জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবির প্রধানমন্ত্রীর পক্ষে হিজরাদের এই গরু ও অর্থ প্রধান করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকাল ৮টায় তার মোবাইলে একটি এসএমএস পান। এসএমএস প্রেরনকারী তার নাম ময়ুরী বলে উল্লেখ করেন। হিজরা ময়ূরী প্রধানমন্ত্রীর কাছে জামালপুরের হিজরা সম্প্রাদায়ের জন্য একটি কুরবানীর গরু চান। এসএমএস দেখার সাথে সাথেই প্রধানমন্ত্রী তার একান্ত সচিব এম তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন ময়ূরীর ফোন নাম্বারে যোগাযোগ করে একটি কুরবানীর গরু পাঠিয়ে দিতে।
ওই নাম্বারে ফোন করে তোফাজ্জল হোসেন মিয়া জানতে পারেন ময়ূরী জামালপুর সদরের হিজরা পল্লীতে থাকেন। সেখানে ৮৭ জন হিজরা থাকে। একান্ত সচিব জামালপুরের জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানালে জেলা প্রশাসক জামালপুর সদরের হিজরা সম্প্রাদায়কে উপরোক্ত গরু ও নগদ অর্থ প্রধান করেন।