ফেনীর মুহুরীগঞ্জে গরু বোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহত
ফেনীর মুহুরীগঞ্জে গরু বোঝাই ট্রাকের সাথে একটি মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুসহ ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। রবিবার দিবাগত রাত ৩টার সময় মুহুরীগঞ্জ এলাকার সুলতানা পেট্রল ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সকলেই পরস্পর আত্নীয়।
আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসটির যাত্রীরা বিদেশ ফেরত এক আত্নীয়কে আনতে শাহ আমানত বিমান বন্দরে যাচ্ছিল। অপরদিকে ট্রাকটি টেকনাফ থেকে গরু নিয়ে ফেনীর ছাগল নাইয়ায় আসছিল। সুলতানা ফিলিং স্টেশনের সামনে আসলে এই ট্রাক ও মাইক্রোবাসের মুখামুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।