কাল বাদে পরশু ঈদ, বাস ও ট্রেনে ঠাই নেই, তবুও বাড়ি যেতে হবে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

কুরবানীর ঈদের আর মাত্র ১ দিন বাকি। কাল বাদে পরশুই পবিত্র ঈদুল আজহা পালন হবে বাংলাদেশে। তাই রাজধানীর বাসিন্দারা এখন মহা ব্যস্ত সময় কাটাচ্ছেন মাটির টানে যার যার বাড়ি যেতে। যেমন করেই হউক বাড়ি যেতে হবে, এ একটাই পন, আত্নীয় পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে হবে, পেতে হবে আপনজনদের সানিধ্য।

কিন্তু সমস্যা হল, বাস কিংবা ট্রেনের টিকেট নিয়ে, ট্রেনে উঠা নিয়ে। সবাই একযোগে ঢাকা ছাড়ছে, তাই ট্রেনসহ অন্যান্য যানবাহনে প্রচন্ড ভির। ট্রেন জার্নি অপেক্ষাকৃত আরামদায়ক ও যানঝটমুক্ত হওয়ায় বাংলাদেশে এখন বেশ জনপ্রিয়। ট্রেনে অপেক্ষাকৃত সময়ও কম লাগে। তাই কোন রকম ট্রেনে উঠতে পারলেই হল।

অপরদিকে ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ কয়েকটি ট্রেনের ব্যবস্থা করে যাত্রী সেবা দিচ্ছে। সরেজমিনে কমলাপুর রেল স্টেশনে ঘুরে দেখা যায়, নির্ধারিত ট্রেনের জন্য যাত্রীরা বসে আছেন। কোন একটি ট্রেন স্টেশনে আসলেই হুরমুর করে যাত্রীরা একযোগে উঠার চেষ্ঠা করেন। আর ট্রেনের ছাদেও তিল ধারনের ঠাই নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *