ছিনতাইকারীদেরও কল্যান ফান্ড আছে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আমরা হরেক রকমের কল্যান ফান্ডের কথা জানি। তবে ছিনতাইকারীদের কল্যান ফান্ড আছে তা এতোদিন অনেকেই হয়তবা জানতাম না। গতকাল এমনই একটি কল্যান ফান্ডের সন্ধান পাওয়া গেছে। নাম তার ছিনতাইকারী কল্যান ফান্ড। ছিনতাইকারী কেউ আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়লে আইনি কিংবা বেআইনি সহায়তা প্রদান কিংবা কেউ গন পিটুনিতে আহত হলে তার চিকিৎসার ব্যয় মিটানোর জন্য এই তহবিল গঠন করে ঢাকার ছিনতাইকারীদের একটি দল।
গতকাল শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির অতিরিক্ত পুলিশ কমশনার মোঃ আব্দুল বাতেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। সম্প্রতি রাজধানীর নিউমার্কেট ও যাত্রাবাড়ী থানায় অভিযান চালিয়ে আট জন ছিনতাইকারীকে আটক করে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সময় ছিনতাইকারী ফান্ডের আট লক্ষ টাকা তাদের কাছ থেকে উদ্ধার করে জব্দ করা হয়। এই আট লক্ষ টাকার পুরোটাই ছিনতাইয়ের টাকা বলে জানা গেছে। ছিনতাইকারীরা জানায় তারা মাসে ৪/৫ লক্ষ টাকার নগদ ও মালামাল ছিনতাই করে থাকে।