সাবেক জাতিসংঘ মহাসচিব কফি আনান আর নাই

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নাই। ৮০ বছর বয়সে তিনি আজ মৃত্যুবরন করেন। কফি আনান ফাউন্ডেশন ও তার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই খবর জানানো হয়। গত কিছুদিন যাবৎ তিনি অসুস্থ্যতায় ভুগছিলেন। তার অসুস্থ্যতার সময় তার স্ত্রী নেনী, সন্তান এমা, কুজু ও নিনা তার সাথে ছিলেন।

তিনি পরপর দুইবার জাতিসংঘ মহাসচিব ছিলেন। বিশ্ব শান্তির জন্য অনন্য ভুমিকা রাখায় শান্তিতে তিনি নোবেল প্রাইজ পান। পৃথিবীতে শান্তি আনয়নের জন্য তিনি বিশ্বের সকল প্রান্তে ছুটে গেছেন। বিশ্বে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় তার অবদান অপরিসীম। তিনি সিরিয়া ও মায়ানমারে মানাবাধিকার রক্ষায় কাজ করেছেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে রোহিঙ্গাদের নাগরিকত্বসহ প্রদানের সুপারিশসহ তার মতামত তুলে ধরেছেন এক রিপোর্টে। মিয়ানমারে রোহিঙ্গাদের সমস্যা নিয়ে তিনি কাজ করে সমাধানের জন্য কিছু সুপারিশ করেছেন মায়ানমার সরকারকে যা ‘কফি আনান কমিশন নাম রিপোর্ট’ নামে সারা বিশ্বে পরিচিত। আফ্রিকার দেশ ঘানার অধিবাসী কফি আনানই প্রথম কৃষ্ণাঙ্গ জাতিসংঘ মহাসচিব। ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই বার একটানা তিনি জাতিসংঘ মহাসচিব ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.