খাগড়াছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ৬ জন নিহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আজ সকাল সাড়ে ৮টার সময় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে খাগড়াছড়িতে ৬ জন নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। হতাহতরা সকলেই ইউপিডিএফের কর্মী বলে জানা গেছে। আজ সকালে গ্রামবাসীদের নিয়ে ইউপিডিএফের একটি মিটিং করার কথা ছিল। কিন্তু তার আগেই সন্ত্রাসীদের ব্রাশফায়ারে এই হতাহতের ঘটনা ঘটে।
এই সময় স্বনির্ভর বাজারে অবস্থিত পুলিশ বক্সেও গুলি লাগে। পুলিশ হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে যায়। গুলিবিদ্ধ ৩ জনকে খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসা দিয়ে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। নিহতদের মধ্য ৩ জনের নামা পাওয়া গেছে। এরা হলেন-তপন চাকমা, এলটন চাকমা ও জিতায়ন চাকমা। আর গুলিবিদ্ধরা হলেন-সমর বিকাশ চাকমা (৪৮), সুকিরন চাকমা (৩৫) ও সোহেল চাকমা (২২)।
ইউপিডিএফের জেলা সমন্বয়কারী মাইকেল চাকমা এই ঘটনার জন্য পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির সংস্কার পন্থীদের দায়ী করছেন। তবে জনসংহতি সমতি তা অস্বীকার করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সন্ত্রাসীদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।