আয়ারল্যান্ডকে ২-১এ হারিয়ে টি-২০ সিরিজ জিতলো বাংলাদেশ এ দল
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আয়ারল্যান্ডকে ২-১এ হারিয়ে টি-২০ সিরিজ জিতলো বাংলাদেশ এ দল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৫ উইকেটে ১৮৩ রান করে। জবাবে বাংলাদেশ এ দল ৭ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান করে জয়ের লক্ষ্যে পৌছে যায়। বৃষ্টি বিঘ্নিত সিরিজ নির্ধারনী এই ম্যাচটি ছিল ১৮ ওভারের।
বাংলাদেশ এ দলের ওপেনার সৌম্য সরকার ও মোঃ মিঠুনের ১১৭ রানের জুটিতে ভর করে বাংলাদেশ ৬ উইকেটে এই জয় পায়। সৌম্য সরকার ৩০ বলে ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৭ রান করেন। অপরদিকে মিঠুন করেন মাত্র ৩৯ বলে ৭ চার ও ৬ ছক্কায় ৮০ রান। অপরদিকে আয়ারল্যান্ডের পোটারফিল্ড ৩৯ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন ও অপর ব্যাটসম্যান সিমি ৪১ বলে ৬৭ রান করেন।