সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মঙ্গবন্ধুর ৪৩তম মৃত্যু বার্ষিকী পালিত হচ্ছে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আজ শোকাবহ ১৫ই আগস্ট, বাঙ্গালী জাতির জনক শতাব্দীর শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকী। সারাদেশে যথাযোগ্য মর্যাদায় সরকারী ও বেসরকারীভাবে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে নানা রকম কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন। আজ প্রত্যুষে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় দাঁড়িয়ে থাকেন। এই সময় সেখানে ভাবগম্ভীর পরিবেশের সৃষ্ঠি হয়। এর পর প্রধানমন্ত্রী টংগী পাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্প অর্পণ করেন। এই সময় সেখানে ৩ বাহিনীর প্রধানগন ও মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পুষ্প অর্পণের পর আওয়ামীলীগের পক্ষ থেকে ওবায়দুল কাদের ও অন্যান্যরা জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।